সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:০০ পূর্বাহ্ন

আন্দোলনের বন্যায় আওয়ামী লীগের সমাধি রচিত হবেই: রিজভী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৫ Time View

আন্দোলনের বন্যায় আওয়ামী কর্তৃত্ববাদের সমাধি রচিত হবেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৯ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের তিনি এ কথা বলেন।

আগামী নির্বাচনের আগে হয়রানিমূলক মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার- আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, এ কথায় প্রমাণ হলো, গত ১৫ বছর ধরে সম্পূর্ণ অন্যায়ভাবে বিএনপি নেতাকর্মীসহ বিরোধী মত ও সরকারের রোষানলে পড়া ব্যক্তিদের নামে মামলা ডাহা মিথ্যা ও হয়রানিমূলক, শুধু শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করার জন্য ছিল।

জোর করে ক্ষমতা ধরে রেখে অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠী গত ১৫ বছরে দেড় লাখ হয়রানিমূলক মিথ্যা ও গায়েবি মামলায় খালেদা জিয়া এবং তারেক রহমানসহ প্রায় ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করেছে বলেও অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, আজ এতদিন পর আইনমন্ত্রীর স্বীকারোক্তিতে দালিলিক সত্যতা নিশ্চিত হলো যে, আইন-আদালত, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল প্রশাসন, নির্বাচন কমিশন- সব গিলে খেয়েছে নিশিরাতের সরকার।

রিজভী বলেন, অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে সারাদেশে বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিলে বর্বরোচিত কায়দায় হামলা করেছে পুলিশ এবং আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনী। তীব্র গরম এবং লোডশেডিংয়ে বিপর্যস্ত জনগণের ওপর পাবনায় পুলিশের নেতৃত্বে হামলা করেছে যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা। এসব হামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জেলার সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টুসহ প্রায় অর্ধশত নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। ফেনী, ফরিদপুর ও রাজধানীর মতিঝিলেও পুলিশ কর্মসূচিতে বাধা দিয়েছে।

বিএনপির এ মুখপাত্র আরও বলেন, আমি বিএনপির কর্মসূচিতে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি। গ্রেফতার নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।

রিজভী বলেন, গত ১৯ মে থেকে আজ পর্যন্ত বিএনপির কেন্দ্রঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী- ১৭১টি মামলা, ৮০২ জনের বেশি নেতাকর্মী গ্রেফতার, ৬ হাজার ৯১৫ জনের বেশি নেতাকর্মীকে আসামি এবং বিভিন্ন স্থানে হামলার অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
©২০২৩
Designer: Shimulツ
themesba-lates1749691102