দিনাজপুরের খানসামায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ ২৩ জুন (শুক্রবার) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে খানসামায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রত্ন কুমার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক হাফিজ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদ জামান, উপজেলা যুবলীগের সদস্য খলিলুর রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম বাবুল, পাকেরহাট কলেজের সাবেক ভিপি আবু সাঈদ, ভেড়ভড়ী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ফাহিমসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা।