বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জুন) সকাল ৯টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
কুমিল্লা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি, চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম এ তথ্য জানান।
জানা যায়, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য মুজিবুল হক এবং চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। উভয় পক্ষই দেশীয় অস্ত্র হাতে মহাসড়কে অবস্থান নেয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
জাহিদুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলে নামে এমপি মুজিবুল হকের সমর্থকরা। এ সময় আওয়ামী লীগের পদবঞ্চিত নেতারা চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থনে মহাসড়কে নেমে ভাঙচুর চালান। পরে এমপি মুজিবুল হকের সমর্থকরা তাদের প্রতিহত করতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষ মহাসড়ক ছেড়ে চলে গেছে।
তবে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।