সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:৪৭ পূর্বাহ্ন

ফয়জুল করীমের ওপর হামলা বায়তুল মোকাররমে ইসলামী আন্দোলনের প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৪৯ Time View

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলা ও সিইসির পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু করেছে দলটি।

শুক্রবার (১৬ জুন) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ সমাবেশ শুরু হয়। দলটির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন স্তরের নেতারা এতে উপস্থিত রয়েছেন।
গত সোমবার (১২ জুন) বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে। নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ৮৭ নম্বর কেন্দ্রে সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শনকালে এ ঘটনা ঘটে।

সে সময় ফয়জুল করীম বলেন, ২২ নম্বর ওয়ার্ডে ৮৭ নম্বর কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখি নৌকার সমর্থকরা ভোটকক্ষে ঢুকে ভোটারদের বলছেন, নৌকায় ভোট দিলে দাও, না হলে চলে যাও। এসময় আমি প্রিসাইডিং অফিসারকে এসব বিষয় বলছিলাম। তখন নৌকার কর্মীরা এসে আমাকে ও আমার সঙ্গে যারা ছিলেন তাদের ওপর হামলা চালিয়ে জখম করে। বিষয়টি সম্পর্কে রিটার্নিং অফিসার ও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
©২০২৩
Designer: Shimulツ
themesba-lates1749691102