যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও তীর্যক মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল। তারা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা সঙ্গেও জড়িত। এখন আবারও তারা যড়যন্ত্র শুরু করেছে।
শুক্রবার (২৩ জুন) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের ৭৪তম জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের মির্জা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাদের মির্জা বলেন, যতই চেষ্টা করুক যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। বাংলার জনগণ শেখ হাসিনার পক্ষে আছে। তারা তা হতে দেবে না।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেন্টমার্টিন দখলচেষ্টার অভিযোগ এনে কাদের মির্জা আরও বলেন, সেখানে (সেন্টমার্টিন) পারমাণবিক বোমা তৈরির বিপুল সরঞ্জাম রয়েছে। তাই সেখানে তাদের চোখ পড়েছে। আমার নেত্রী (শেখ হাসিনা) বলেছেন, শির যাবে তবু সীমানা দেবো না। এখন সেটি যুক্তরাষ্ট্রকে দিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুছ প্রমুখ। এসময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতারা উপস্থিত ছিলেন।
আবদুল কাদের মির্জা নোয়াখালীর বসুরহাট পৌরসভার টানা তিনবারসহ চারবারের মেয়র। স্থানীয় আওয়ামী লীগ ও দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে নানা মন্তব্য করে সারাদেশে আলোচনায় আসেন তিনি। বিগত সম্মেলনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন কাদের মির্জা।
এরআগে গত ৭ জুন কাদের মির্জা বলেছিলেন, বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায় যুক্তরাষ্ট্র। তারা সেন্টমার্টিন দ্বীপকে ঘাঁটি বানাতে চায়। সেখান থেকে তারা চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ করতে চায়।