বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনসহ ১৯ বর্তমান ও সাবেক নেতাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
আজ রবিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় বরিশাল মহানগর বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম রিপন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১ জুন) দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় এই ১৯ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় বিএনপি।
নোটিশে তাদের ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। ওই সময়ের মধ্যে সংশ্লিষ্টরা জবাব দিলেও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেননি। ফলে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় ওই ১৯ নেতাকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
গতকাল শনিবার (৩ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বহিষ্কারাদেশের কথা জানানো হয়।
চিঠিতে আরও বলা হয়, নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে গত ১৫ বছর ধরে ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনে যারা গুম-খুন ও সরকারি পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছে তাদের পরিবারসহ দেশের গণতন্ত্রকামী জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন রূপন।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে এবার বিএনপির অন্তত ২১ জন বর্তমান ও সাবেক নেতা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজীবন বহিস্কারপ্রাপ্তরা হচ্ছেন, মেয়র প্রার্থী কামরুল আহসান রূপন। তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।
সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম ও হারুন অর রশিদ এবং আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হাওলাদার, মহানগর যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবির।
সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমীন সামাদ শিণ্পী, আহ্বায়ক কমিটির সদস্য সেলিনা বেগম, রাশিদা পারভীন ও জাহানারা বেগম।
বাকিরা হচ্ছেন- ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ হুমায়ন কবির লিংকু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউল হক মাসুম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি, বরিশাল জেলা তাঁতী দলের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ শাহীন, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ২২ নম্বর ওয়ার্ড মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন সামাদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদউদ্দিন হাওলাদার ও ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হাওলাদার।
আগামী ১২ জুন বরিশাল সিটি কপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৯ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।