বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লোডশেডিংয়ের প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বরিশালে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে পদযাত্রাটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বান্দরোডের মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতুল্লাহ।
মহানগর বিএনপির সদস্য সচিব জাহিদুল করিম জাহিদের সঞ্চালনায় পদযাত্রায় বিএনপি নেতারা বলেন, বিদ্যুৎবিল মানুষ সময়মতো পরিশোধ করেছে। তবে কেন কয়লার দাম বকেয়া পড়বে। এ খাতে ব্যাপক দুর্নীতির জন্য আজকে দেশের এ অবস্থা।