বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে আসন্ন সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনও বর্জনের ঘোষণা দিয়েছে দলটি।
সোমবার (১২ জুন) বিকেলে এই দুই সিটি করপোরেশন নির্বাচন শেষ হওয়ার পর এই ঘোষণা দেন আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করিম।
এর আগে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। দুপুরে নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় তিনি রক্তাক্ত হয়েছেন বলে ইসলামিক দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এদিকে নির্বাচনে অনিয়মের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনেরও পদত্যাগ চেয়েছেন চরমোনাই পীর। আর মেয়রপ্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শুক্রবার সারাদেশে জেলায়-জেলায় বিক্ষোভেরও ডাক দেয়া হয়েছে।