সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশ বেতারের আয়োজনে শরণখোলায় বাল্য বিবাহ প্রতিরোধে প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ডেস্ক:
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ Time View

বাংলাদেশ বেতারের আয়োজনে বাগেরহাটের শরণখোলায় বাল্য বিবাহ প্রতিরোধে তরুণদের অংশগ্রহনে বহিঃধারণকৃত সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টম্বর) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কিশোরী শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই তারুণ্যের কণ্ঠ।

বাংলাদেশ বেতারের উপস্থাপক সবিজ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার (আইসিটি) মাসুদ রানা, শরণখোলা আইডিয়াল উনস্টিটিউটের অধ্যক্ষ উসমান গণি, শিক্ষক নেতা টিএম মিজানুর রহমান ও সাংবাদিক সাবেরা ঝর্ণা।

অনুষ্ঠানে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও মো. জাহিদুল ইসলাম বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য একটি অভিশাপ। কেউ যাতে এই অভিশাপের শিকার না হয় সেব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।

বেতারের উপস্থাপক সজিব দত্ত বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘তারুণ্যে কণ্ঠ’ অনুষ্ঠানটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘আইইএম’ ইউনিটের আর্থিক সহযোগিাতয় বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল গত ৮বছর ধরে সারা দেশে আয়োজন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
©২০২৩
Designer: Shimulツ
themesba-lates1749691102