বাগেরহাট-৪ আসনের (মোরেলগঞ্জ, শরণখোলা) অসংখ্য নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।
ইতোমধ্যে তৃণমূল, নেতাকর্মী ও সাধারণ মানুষের মন জয় করে বিভিন্ন জরিপে এগিয়ে রয়েছেন বদিউজ্জামান সোহাগ।
তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, শহীদ মনিরুজ্জামান বাদলের জামাতা, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি থাকাকালে মোরেলগঞ্জ ও শরণখোলার সব মানুষের সুখ-দুঃখে তাদের পাশে ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে বদিউজ্জামান সোহাগ বলেন, ‘ছাত্র রাজনীতি থেকে জাতির পিতার আদর্শ ধারণ করে শেখ হাসিনার একজন কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলেছি। আমি যেন মোরেলগঞ্জ, শরণখোলার সব মানুষের পাশে থেকে জীবনের প্রতিটি মুহূর্ত মানুষের কল্যাণে কাটিয়ে দিতে পারি সেজন্য দোয়া করবেন। আমি শতভাগ আশা করি, শেখ হাসিনা মোরেলগঞ্জ-শরণখোলার মানুষের আরও পাশে থেকে কাজ করার জন্য আমাকে মনোনয়ন দেবেন।