সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৫২ অপরাহ্ন

বিএনপির সহোদর ভাই জামায়াত : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৪৫ Time View

‘জামায়াত তো বিএনপির সহোদর ভাই’ মন্তব্য করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ওরা তো বলে একই বৃন্তে দুটি ফুল, বিএনপি আর জামায়াত। এটা ওনাদের বক্তব্য। চট্টগ্রামে তারুণ্যের সমাবেশেও ছদ্মবরণে ছিল জামায়াত-শিবির। তবে নগরের জামালখানে ভাঙচুরের মূল দায়টা বিএনপি নেতাদের।

আজ রবিবার (১৮ জুন) সকালে জামালখান মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ইতিহাস-ঐতিহ্যের ছবি ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, যাদের হাতে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য নিরাপদ নয়, তাদের হাতে কখনো দেশ নিরাপদ হতে পারে না। সেই বিএনপি আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে।

তিনি বলেন, চট্টগ্রামের জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুক্তি আন্দোলনে নেতৃত্ব দানকারীদের ছবি ভাঙচুরের ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে। ঘটনায় যারা জড়িত ছিল, মামলার পরিপ্রেক্ষিতে তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যারা তাদের নেতা, যারা তরুণদেরকে এ ধরনের নৈরাজ্যের শিক্ষা দিচ্ছে তারা দায় এড়াতে পারে না। তাদেরকেও অবশ্যই আইনের আওতায় আনা প্রয়োজন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের কোথাও রাস্তার পাশে দেয়ালে আমাদের ইতিহাস ঐতিহ্য এবং আমাদের মুক্তি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে এভাবে উপস্থাপন করা হয়নি। এগুলো আবার নতুনভাবে আগের মতো দৃষ্টিনন্দন করে তৈরি ও প্রয়োজনে আরও সুন্দর করে এগুলো পুনঃস্থাপন করা হবে বলে জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন মন্ত্রীকে আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
©২০২৩
Designer: Shimulツ
themesba-lates1749691102