বাগেরহাটের মোংলা উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৬ জুন) দিনগত রাতে উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা মো. জয়নাল খানের বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।
দগ্ধরা হলেন- জয়নাল খান (৩৮), তার স্ত্রী কাকলী বেগম (২৮), ছেলে জিহাদুল ইসলাম (৩) ও মেয়ে বৃষ্টি আক্তার (১৮)। গুরুতর অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শুক্রবার দিনগত রাতে হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট থেকে জয়নাল খানের বসত ঘরে আগুন লাগে। দগ্ধদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। তারা আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ স্বামী-স্ত্রীসহ তাদের সন্তানদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনা মেডিকেলে পাঠান। অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ফায়ার সার্ভিসে ফোন করা হলেও কেউ ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
তবে মোংলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্তব্যরত ডিউটিম্যান জাহিদ হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে রাত সোয়া ৩টায় আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু এর আগেই আগুনে সব পুড়ে ছাই হওয়ার তথ্য পেয়ে আমরা ফিরে আসি।