মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ আমিরুল আল মিলন এমপি। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পরণ সম্পাদক এম এমদাদুল হক।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,চেয়ারম্যান মাষ্টার মো. সাইদুর রহমান, মোর্শেদা আক্তার, হুমায়ুন কবির মোল্লা ও উপজেলা যুবলীগের যুগ্ম এ্যাডঃ তাজিনুর রহমান পলাশ।
সভায় সংসদ সদস্য আমিরুল আলম মিলন শেখ হাসিনার নেতৃত্বে দেশে বাস্তবায়িত উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করেছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফূলি টানেল নির্মাণ করেছে। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণের কাজ চলছে। জনবান্ধব এ সরকার ১৫ টাকায় চাল, মুক্তিযোদ্ধা ভাতাসহ ৪১ ধরণের ভাতা চালু করে কয়েক লাখ মানুষকে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়েছেন।