মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এইচ এম বদিউজ্জামান সোহাগের এক নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৫টার দিকে জিউধরা ইউনিয়নের মাদরাসা বাজারে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তাব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী সহ-সভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক মাহফিজুর রহমান, চেয়ারম্যান শাজাহান আলী খান, আকরামুজ্জামান, আব্দুল আলীম, অধ্যক্ষ আব্দুল হাই খান, শফিকুর রহমান লাল, খান হাসিবুর রহমান, মুশফেকুর রহমান নাহার, পুটিখালী আওয়ামী লীগ নেতা মাওলানা আব্দুল কাদের।
অনুষ্ঠান স ালনা করেন জিউধরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. হাসিবুর রহমান খান। বক্তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ফিরিস্তি স্মরণ করিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।