শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার বেলা ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পিএফজির উদ্যোগে পিএফজির সদস্যদের নিয়ে একদিনের পেভ রিফ্রেশার্স প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের প্রধান কার্যালয়ের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুখময় পাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, ডাঃ মোসলেম উদ্দিন, সাবেক জেলা পরিষদের সদস্য আফরোজা আক্তার লুনা, জেলা পরিষদের সদস্য মাহামুদা আক্তার মুক্তা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, বীর মুক্তিযোদ্ধা এম কে আজিজ সহ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি,বাংলাদেশ কৃষক সমিতি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিএফজির বাগেরহাট জেলা কো-অর্ডিনেটর সুকমল মন্ডল।