শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১টায় নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের হল রুমে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি ম্যানেজার মো. ইসমাইল হোসেন, পরিষদের সচিব মো. সালাহউদ্দিন, সহায়তা করেন ব্র্যাকের অফিসার সেলপ মাহফুজা খাতুন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, কাওছার হোসেন, আবু তাহের মিনা, আবু বকর ফরাজী, জোসনা বেগম, পারভীন, ফরিদা বেগম প্রমুখ। এ সময় এলাকার তিন জন ইমাম ও কাজী অংশ গ্রহন করেন।
একই দিনে উমাজুরী গ্রামে স্বপ্নসারথি কিশোরীদের নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।