শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে গত ৬ জুলাই সরকারি এস. এম. কলেজে আলোকিত মোরেলগঞ্জ ৮৫, ৮৭ ব্যাচের আয়োজনে আলোকিত সমাজ গড়তে আলোকিত মানুষ চাই এই প্রতিপাদ্যকে নিয়ে
শিক্ষক সম্মাননা ও ঈদ পুর্নমিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়।
অধ্যাপক জাকির হোসেন রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর হোসেন আনিচ, এইচ এম সাখাওয়াত হোসেন, অধ্যাপক মাসুদুর রহমান, অধ্যাপক আল আমিন তালুকদার, মোঃ মঞ্জুরুল করিম, মোঃ মনিরুজ্জামান, মোঃ আবু জাফর, মোঃ এবাদুল ইসলাম প্রমুখ।
সভায় উদ্যোক্তারা বিভিন্ন সহযোগিতার জন্য টি.এম. হেমায়েত হোসেন, এম. এস. আলম, এইচ. এম. শফিকুল ইসলাম আশীক, মোঃ জাহাঙ্গীর হোসেন. মোঃ জাকির হোসেন দফাদার, মোঃ গোলাম মোস্তফা, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মহিউদ্দিন শিকদার, মোঃ শাহ আলম, মোঃ শহিদুল ইসলাম এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ.সি. লাহা ও সরকারি এস. এম. কলেজে বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে শুরু করে আলোচনা অনুষ্ঠান শেষে সরকারি এস. এম. কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মুজিবর রহমান ও বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক কৃষ্ণপদ পাল স্যার কে সম্মাননা প্রদান করা হয়। স্যাররা তাদের চাকুরি জীবনের মোরেলগঞ্জের বিভিন্ন স্মৃতি তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।