বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৪০ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে হরতালের সমর্থনে মিছিলে বাঁধা,আহত ৩,আটক তিন

সেফালি আক্তার
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২১০ Time View
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
 বাগেরহাটের মোরেলগঞ্জে হরতালের সমর্থনে মিছিলকারিদের সাথে সংঘর্ষে আওয়ামী লীগের ৩ নেতা আহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৩ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল ৭ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল বাজার এলাকায় হরতালকারিদের মিছিলে বাঁধা দিলে হামলার শিকার হন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আহতরা হচ্ছেন খাউলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন মন্টু (৫৫), আওয়ামী লীগকর্মী ইজিবাইক চালক মহারাজ জোমাদ্দার (৪৫) ও যুবলীগ নেতা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুর রহিম (৪২)।
আটককৃতরা হচ্ছেন বিএনপি নেতা গুলিশাখালী গ্রামের সওকত মৃধা, জামায়াত কর্মী পিসি বারইখালী গ্রামের ফজলুল আলম হাওলাদার, খাউলিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম আহত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মন্টু বলেন, বিএনপি-জামায়াতের কিছু লোক সকালে হরতালের সমর্থনে মিছিল করে। ঐ সময় আমরা হরতালের বিপক্ষে অবস্থান নিলে তারা আমাদের ওপর হামলা করে। পরে ওই দুষ্কৃতকারীরা ২ মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।
 এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো সাইদুর রহমান বলেন, ঘটনার পর থেকে পল্লীমঙ্গল বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আটকৃতরা ৩ জনই নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বত্ব © সুন্দরবন টোয়েন্টিফোর :- ২০২০-২০২৩
Designer: Shimulツ
themesba-lates1749691102