সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৪৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের উদ্দেশে দিল্লি ছাড়লেন মোদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৪৩ Time View

তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে বহনকারী বিমানটি দিল্লি ছেড়েছে। তিন দিনের এই সফরে মোদির বেশ কিছু কর্মসূচি রয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ভারতের স্থানীয় সময় আজ মঙ্গলবার (২০ জুন) সকালে দিল্লি থেকে থেকে মোদিকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে যায়। ভারতীয় সময় অনুযায়ী, রাত দেড়টার দিকে তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স ঘাঁটিতে নামবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন এক দল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান।

তিন দিনের এই সফরে তিনি ভারতীয় বংশোদ্ভূত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

২২ জুন বৃহস্পতিবার মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হওয়ার কথা। এই বৈঠকের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর মোদির সঙ্গে এই প্রথমবার দ্বিপাক্ষিক ক্ষেত্রে পূর্ণাঙ্গ আলোচনা হতে চলেছে।

হোয়াইট হাউসে আলোচনার টেবিলে মোদি এবং বাইডেন কী কী বিষয় তুলে ধরতে চলেছেন তা সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র সচিব বিনয়মোহন কোয়াত্রা। তিনি জানান, এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও বিকাশে দুই দেশের পারস্পরিক সহযোগিতা। পাশাপাশি শিল্প ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানো নিয়েও কথা বলবেন মোদি-বাইডেন। আলোচনায় উঠে আসবে টেলিকম, মহাকাশ গবেষণায় বিনিয়োগসংক্রান্ত কথাবার্তাও।

বৃহস্পতিবারের বৈঠকের পর আমেরিকান কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনের সঙ্গে মোদির নৈশভোজের আয়োজন করা হয়েছে। পরের দিন মোদির সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্র সফর শেষে মিসরে যাবেন মোদি। চলতি বছর নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তার আমন্ত্রণে এই প্রথম মিসরে যাচ্ছেন মোদি। সেখানে একাধিক কর্মসূচির উদ্দেশ্যে আগামী ২৪ এবং ২৫ জুন মিশরে থাকবেন মোদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
©২০২৩
Designer: Shimulツ
themesba-lates1749691102