গত ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জিতে আর্জেন্টিনার দীর্ঘ তিন যুগের স্বপ্ন পূরণ হয়েছে। সেই সাথে পূর্ণতা পেয়েছে কিংবদন্তী লিওনেল মেসির ক্যারিয়ার। এরপর থেকেই মাঠের খেলায় দুর্দান্ত সময় পার করছে আলবিসেলেস্তেরা। প্রীতি ম্যাচে সম্প্রতি এশিয়া সফরে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে।
এদিকে সিনিয়রদের মতো ভালো খেলেই কনমেবল আয়োজিত টুর্নামেন্ট পার করছে জুনিয়ররা। সেই ধারাবাহিকতায় চলমান কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে সেমিফাইনালে ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আলবিসেলেস্তে যুবরা। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রবিবার ২৫ জুন আর্জেন্টিনার যুবরা মাঠে নামবে ভেনেজুয়েলা যুবাদের বিপক্ষে। আর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত তিনটায়।
এদিকে ফানাইলে উঠার লড়াইয়ে মাঠে নামার আগে অপ্রতিরোধ্য ছিল আলবিসেলেস্তে যুবরা। ব্রাজিলের সাথে সমান পয়েণ্ট নিয়ে ছিলো তবে গোল ব্যবধানে রানার আপ হয়ে সেমিফাইনালে আসে তারা।
এদিকে কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি’তে ছিল ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু। যেখানে আর্জেন্টিনা নিজদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে এবং তৃতীয় ম্যাচেইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করে। আর শেষ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে আলবিসেলেস্তে যুবরা।