সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০২:৪৪ অপরাহ্ন

রামপালে আ’লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আবু হানিফের গণসংযোগ

মল্লিক জামান
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৫ Time View

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকের নির্মম বুলেটে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার বর্গের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা ও আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ।

(১৮ আগস্ট) শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় রামপাল সদর ইউনিয়নের রামপাল বাজার, পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী বাজার ও পুটিমারী বাজারের বিভিন্ন স্থানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়ন তুলে ধরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এ গণসংযোগ করেন।

এসময় তিনি শেখ হাসিনা সরকারের স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মান, বঙ্গবন্ধু টানেল নির্মান, মোংলা বন্দর আধুনিকায়ন, ইপিজেড ও সাইলো নির্মান, রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, খুলনা-মোংলা রেললাইন নির্মান, ঘোষিয়াখালী চ্যানেল খনন এবং চালু, সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মানসহ সরকারের নানামুখী উন্নয়ন চিত্র সংবলিত লিফলেট জনগণের মাঝে বিতরণ করেন।

গণসংযোগকালে তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ গোলাম আজম, শেখ মোজাফফর হোসেন, মোঃরিজাউল শেখ, গোলাম মোস্তফা, আসলাম শেখ, খান রিপন, আসাফুর রহমান, সিরাজুল ইসলাম, বিবেক কুমার মন্ডল, মেহেদী হাসান, ওয়ারিস আহমেদ রাজন, মোহন গাইন টমাস, মিহির ঘোষ, শেখ মোঃ রাসেল, অমিত মন্ডল, জাহিদ শেখ, টগর শেখ, মোহাম্মাদ আলী, মোঃ বাদশা শেখ, হিমেল রাব্বি সোহান, লিটু শেখ, ইসমাইল শেখ, বোরহান মোল্লা, রেজাউল ইসলাম,শেখ কাকন, জহির শেখ, হুমায়ূন কবির, নজীব শেখ, দোদুল শেখ, আলম শেখ, নয়ন ঘোষসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
©২০২৩
Designer: Shimulツ
themesba-lates1749691102