বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন

রামপালে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী শেখ আল আমিন’র মতবিনিময়

মল্লিক জামান
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এ্যাডভোকেট শেখ আল আমিন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।

শনিবার (৪ নভেম্বর ) বিকালে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের বাইনতলা গ্রামে তার নিজ বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তিনি লিখিত বক্তব্যে জানান যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩(রামপাল-মোংলা) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে তিনি নির্বাচন করতে চান। তিনি বলেন যে, ছোটবেলা থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট নেতৃত্ব দরকার। এ বিবেচনায় তিনি নিজেকে স্মার্ট নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে তিনি মনে করেন। দল তাকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে মনোনয়ন দিলে তিনি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে স্মার্ট রামপাল-মোংলা গড়ে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের আরও জানান যে, তিনি এবার প্রথম আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনবেন। তিনি আরও বলেন যে, তিনি যদি এবার দলীয় মনোনয়ন না পান, তবে দল যাকে মনোনয়ন দিবে তিনি তার পক্ষে কাজ করবেন।

মতবিনিময় সভা শেষে তিনি তার প্রতিষ্ঠিত “আল আমিন” ফাউন্ডেশনের মোড়ক উন্মোচন করেন। তিনি জানান “আল আমিন” ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং গরীব ও অসহায় মানুষকে সেবা করবেন।

মতবিনিময় সভায় তার সাথে উপস্থিত ছিলেন
সৈয়দ মারফুল ইসমাইল, শেখ জোনাব আলী, খান ফারুক হোসেন, খান তানভীর, শেখ আসলাম, শেখ ওমর, শেখ ছায়েন উদ্দিন, শেখ আকরাম, শেখ বাবু, শেখ উসমান, শেখ হাশেম, শেখ ফারুক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বত্ব © সুন্দরবন টোয়েন্টিফোর :- ২০২০-২০২৩
Designer: Shimulツ
themesba-lates1749691102