চলমান লোডশেডিংয়ের প্রতিবাদ হিসেবে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দেশের সব জেলা শহরের বিদ্যুৎ অফিসে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।
আজ মঙ্গলবার (৬ জুন) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, অবস্থান কর্মসূচি শেষে স্মারকলিপি দেওয়া হবে। তিনি আরও বলেন, অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন জেলা শহরে বিদ্যুৎ অফিসের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস প্রমুখ।