সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০২:০১ অপরাহ্ন

শরণখোলায় আঞ্চলিক মহাসড়কে কালভার্ট নির্মানের নামে মরণ ফাঁদ সৃষ্টি!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৪৪২ Time View

সুন্দরবন ডেস্ক: চলাচলের জন্য বিকল্প ব্যবস্হা রাস্তা না করে সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের রায়েন্দা ইউনিয়নের ইউপি সদস্য খাইরুল ইসলামের বাড়ি সংলগ্ন কদমতলা এলাকায় কালভার্ট নির্মানের নামে একটি মরণ ফাঁদ সৃষ্টি করেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠিান। যেখানে প্রতিদিন যাতায়াতকারি সাধারণ মানুষের বিড়ম্বনাসহ দূর্ঘটনার স্বীকার হতে হয়।

জানা গেছে, বাগেরহাটের ইউনুস এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠাঠনের মালিক এস এম বদিউজ্জামান এ কালভার্ট নির্মাণ করছেন।

১৬ জুলাই সকাল ৮টায় একটি মালবাহী ট্রাক কালভার্ট নির্মানাধীন সড়কের গর্তে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। সরেজমিন ঘুরে এলাবাসির সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিন ট্রাক, পরিবহন গাড়ী ও ইজিবাইক, ভ্যান ,কোনে না কোন একটা গর্তে পড়ে রাস্তায় জানজট সৃষ্টি হচ্ছে । আর এতে বিড়ম্বনায় পড়ছে সাধারণ মানুষ। গত দেড় মাসের ও বেশি সময় ধরে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কদমতলা এলাকায় কালভার্টেও কাজ শুরু করে। কিন্তু গত পনেরো দিন আগে অর্ধেকেরও কম কাজ করে ঠিকাদার ও শ্রমিকরা লাপাত্তা। এমনকি ওখানে যারা কাজ করেন তাদেরকে খুজে পাওয়া যায়নি এবং সাইনবোর্ড পাওয়া যায়নি।

কদমতলার স্থানীয় বাসিন্দা আঃ মজিদ গাজী,শামীম হাওলাদার ও আঃ রব বলেন, দেশটা মগের মুল্লুক হয়ে গেছে। নইলে এই ব্যস্ত সড়কে এভাবে রাস্তা কেটে মানুষের ভোগান্তি করেত পারত না। অন্যদিকে যারা জনপ্রতিনিধি আছে তারাও তেমন একটা নজর দেন না। যার জন্য এভাবে কন্ট্রাকটররা কাজ ফেলে রেখে গেছে। ইজিবাইক চালক মামুন ফকির বলেন তাফাবাড়ী থেকে রায়েন্দা আসতে ২০ মিনিট সময় লাগে।

কিন্তু কদমতলা এলাকায় রাস্তা কেটে ফেলায় কোনো রকম গাড়ি ফেসে গেলে সারাদিনে আর গাড়ি চালাতে পারিনা। বিষয়টি কাকে বলব বুঝতে পারছি না। এ ব্যাপারে ইউনুস এন্ড ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠাঠনের মালিক এস এম বদিউজ্জামান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ওই কাজ সম্পন্ন করার জন্য আজই শ্রমিকদের ওখানে পাঠানো হচ্ছে।

এ বিষয়ে ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা বলেন, কালভার্ট নির্মানের নামে জনগণের ভোগান্তি মেনে নেয়া যায় না। তিনি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।

এ ব্যাপারে বাগেরহাট সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান বলেন, এভাবে কালভার্টের কাজ ফেলে রাখা ঠিক হয়নি। তবে খোজ খবর নিয়েছি দুই-এক দিনের মধ্যে ঠিকাদার ওই কাজটি শুরু করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
©২০২৩
Designer: Shimulツ
themesba-lates1749691102