সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরণখোলায় আর্ন্তজাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রæপ (পিএফজি)। সোমবার (২ অক্টোবর) বেলা ১১টায় শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই” শ্লোগান নিয়ে শান্তি প্রতিষ্ঠার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, আবু জাফর জব্বার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মেজবা উদ্দিন খোকন, আব্দুল ওয়াদুদ আকন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্বপাদক আবুল কালাম আকন, পিএফজির সমন্বয়কারী ও শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ।