সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৫৬ অপরাহ্ন

শরণখোলায় কেন্দ্র থেকে এইচএসসি পরিক্ষার্থীর উত্তরপত্র উধাও

ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১৫ Time View

বাগেরহাটের শরণখোলায় কেন্দ্র থেকে তামিম ইকবাল নামের এক এইচ.এস.সি পরিক্ষার্থীর উত্তরপত্র (খাতা) খুজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রায়েন্দা-রাজৈর আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত এইচ.এস.সি জীব বিজ্ঞান পরিক্ষা শেষে ওই পরিক্ষার্থীর উত্তরপত্র না পেয়ে বিপাকে পড়েন তিন কক্ষ পরিদর্শক।

এ ব্যপারে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ তামিমকে জিজ্ঞাসাবাদ করেছে। শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোঃ নুরুল আলম ফকির জানান, তার কলেজের শিক্ষার্থী উপজেলার বাংলাবাজার গ্রামের আবু তাহেরের পুত্র তামিম ইকবাল বিজ্ঞান বিভাগ থেকে এবছর এইচ,এস.সি পরিক্ষা দেয়। মঙ্গলবার জীব বিজ্ঞান পরিক্ষায় ওই কেন্দ্রের ৫ নম্বর কক্ষে ৫৭জন পরিক্ষার্থী অংশ নেয়।

কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন, মাতৃভাষা ডিগ্রী কলেজের শিক্ষক মাহাফুজুর রহমান, মুক্তিযোদ্ধা মফিজুল হক কৃষি ইনষ্টিটিউটের শিক্ষক আবুল হাসেম ও চাঁদনি বিশ্বাস। পরিক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে পরিক্ষার্থীরা কক্ষ থেকে বের হওয়ার পর উত্তরপত্র মিলাতে গিয়ে কক্ষ পরিদর্শকরা একটি খাতা কম পেয়ে বিপাকে পড়েন। পরে হারিয়ে যাওয়া উত্তর পত্রটি তামিম ইকবালের বলে সনাক্ত করেন তারা।

বিষয়টি জানার সাথে সাথে তিনিসহ অন্যান্য শিক্ষকরা পরিক্ষা কক্ষে গিয়ে পরিদর্শকদের কাছ থেকে বিস্তারিত শোনেন। এরপর পুলিশের সহায়তায় ওই পরিক্ষার্থীকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে উত্তরপত্র কক্ষ পরিদর্শকদের কাছে জমা দিয়ে বেরিয়ে গেছেন বলে দাবী করেন। এ ব্যপারে বিধি অনুযায়ী থানায় জিডি করে বোর্ড কন্ট্রোলারকে অবহিত করা হবে। এ ব্যপারে পরিক্ষার্থী তামিম ইকবাল উত্তরপত্র পরিক্ষা শেষে কক্ষ পরিদর্শকদের হাতে দিয়ে বের হয়েছেন বলে দাবী করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, এ ব্যপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, পরিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদে মনে হয়েছে সে উত্তরপত্র জমা দিয়ে কেন্দ্র থেকে বের হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
©২০২৩
Designer: Shimulツ
themesba-lates1749691102