১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে শরণখোলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রায়েন্দা সদর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
আ.লীগ নেতা মেজবাহ উদ্দিন খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুল ইসলাম খোকন,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন,আ.লীগ নেতা গোলাম মোস্তফা মধু,ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন প্রমুখ। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে উপজেলার ৩৬টি ওয়ার্ডের ইউপি সদস্যদের হাতে ৫ হাজার টাকা করে