বাগেরহাটের শরণখোলা উপজেলার জেলে পরিবারের নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে নেটওয়ার্কিং কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর ই আলম সিদ্দিকী। প্রকল্প কর্মকর্তা আব্দুল হালিম এর সঞ্চালনায় প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব আব্দুল হাই, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার।
উদয়ন বাংলাদেশ ২০০৭ সাল থেকে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় উন্নয়নমূলক ও সেবামূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ক্ষুদ্র মৎস্যজীবীদের অধিকার আদায়ের লক্ষ্যে শরণখোলা উপজেলায় জেলে পরিবারের নারীদের নিয়ে উপজেলা নেটওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। মিসেস নাজমা বেগম কে সভাপতি ও মিসেস আসমা বেগম কে সাধারন সম্পাদক করে নেটওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।