সুন্দরবন ডেস্ক: শরণখোলায় রবিবার সকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কৌশিক নন্দী (৪) নামে একটি শিশু মারা গেছে। শিশুটি উপজেলার ধানসাগর গ্রামের সমির নন্দীর পুত্র।
মৃত্যু শিশুর পিতা জানান, শুক্রবার রাতে তার শিশু পুত্র কৌশিক জ্বরে আক্রান্ত হয়। শনিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তহিদুল ইসলামের কাছে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষার পরে চিকিৎসক জানান তার পুত্র ডেঙ্গু আক্রান্ত। শিশুটির অবস্থা খারাপ হলে রবিবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে শিশুর পিতা সমির নন্দী জানিয়েছেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তহিদুল ইসলাম বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশু কৌশিককে শনিবার রাত ৮টার দিকে তার কাছে নিয়ে আসলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছিল।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস বলেন, শরণখোলায় প্রথম এই শিশুটি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। প্রতি দিন অনেক রোগী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। গত এক সপ্তাহে ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো এর মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে অপর একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে বলে ডঃ প্রিয় গোপাল বিশ্বাস জানিয়েছেন।