ডেক্স: বাগেরহাটের শরণখোলা উপজেলায় প্রান্তীক জেলেদের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে। গত ২৮ সেপ্টম্বর থেকে শুরু করে আজ বৃহস্পতিবার ৫ অক্টোবর উপজেলার সাউথখালী ইউনিয়নের ৫০ জন জেলে পরিবারের নারী সদস্যদরে মাঝে মৃগেল ও রুই মাছের পোনা বিতরণ করা শেষ হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ ২০০০ সাল থেকে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় বাগেরহাট ও শরণখোলা উপজেলায় এসএসএফ জেন্ডার মেইনস্ট্রিমিং প্রজেক্ট কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় উদয়ন বাংলাদেশ বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের অন্তর্ভুক্ত বাগেরহাট সদরও শরণখোলা উপজেলার হতদরিদ্র জেলে পরিবারের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আসাদুজামান আসাদ, নির্বাহী পরিচালক উদয়ন-বাংলাদেশ ও প্রকল্প কর্মকর্তা আ: হালিম ও এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ।