শরণখোলায় রাজনৈতিক সংঘাত বন্ধে
সর্বদলীয় সভা অনুষ্ঠিত
সুন্দরবন ডেক্স: “সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই ” প্রতিপাদ্য বিষয় নিয়ে শরণখোলায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহনে এক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সর্ব দলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন কমিটির সমন্বয়ক ও শরনখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন। সভায় আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবিসহ বিভিন্ন সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এলাকায় শান্তি প্রতিষ্ঠায় করনিয় বিষয় নিয়ে বক্তব্য রাখেন, শরনখোলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রায়হান উদ্দিন আকন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন লিটন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রবীন আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ আকন, উপজেলা বিএনপি আহবায়ক মতিয়ার রহমান খান, রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল প্রমুখ। সভা পরিচালনা করেন সহযোগী সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়ক সুকুমার মন্ডল।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতি ও সামাজিক সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।