শরণখোলায় সোমবার বিকেলে অবৈধ বালুর ড্রাম ড্রেজার ধংস করে দিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, সোমবার (২৮ আগষ্ট) বিকেলে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার মালিয়া জানেরখালে অবৈধভাবে বালু উত্তোলনরত একটি ড্রাম ড্রেজার ভেঙ্গে পুড়িয়ে দিয়েছেন।
এলাকার মিজান বয়াতী বেআইনীভাবে গ্রামের বিভিন্ন খালে পুকুরে ড্রাম ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছে। বেপরোয়া হয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গ্রামের বাড়ীঘর ক্ষতির সম্মূখীন হয়েছে। অনেক জায়গায় মাটি দেবে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম জানান, গ্রামবাসীদের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে ড্রেজার মালিককে ড্রেজার সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিলো। ড্রেজার মালিক মিজান বয়াতী ড্রেজার সরিয়ে না নিয়ে জানেরখাল থেকে বালু উত্তোলন অব্যাহত রাখে। সোমবার বিকেলে অভিযান চালিয়ে ড্রেজারটি ধংসপূর্বক পুড়িয়ে দেওয়া হয়েছে।