বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ ও জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকায় জনসভা করেছে জেলা ১৪ দলীয় জোট। শুক্রবার (১৬ জুন) বিকেলে সাভারের হেমায়েতপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।
জনসভায় আমির হোসেন আমু বলেন, বিএনপি নিজের নাক কেটে গণমানুষের যাত্রা ভঙ্গ করতে চায়। মানুষের ভোটাধিকার তারা কেড়ে নিতে চায়। তাদের এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
তিনি বলেন, রাস্তায় বসে আন্দোলন করে কোনো লাভ হয় না। রাষ্ট্র পরিচালনার একমাত্র দিকনির্দেশনা হচ্ছে সংবিধান। সংবিধানে দেশের নির্বাচন পদ্ধতি যেভাবে রয়েছে সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একাধিক সদস্য ছাড়াও বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু প্রমুখ।
‘বিএনপির একমাত্র ভরসা এখন বিদেশি শক্তি’ মন্তব্য করে রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে স্যাংশন এনেছে তারা। আর মার্কিন ভিসানীতি হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে দেওয়ার নতুন কৌশল।