আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : এ বছর পবিত্র হজের অনুমতি পাওয়া ৬০ হাজার সৌভাগ্যবান ব্যক্তির নামের তালিকা আজ শুক্রবার প্রকাশ করবে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট হজ ও ওমরাহ্ মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এবারে বছর হজ করার জন্য যারা অনুমতি পেয়েছেন, তাদের নামের তালিকা আজ শুক্রবার প্রকাশ করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সৌদি নাগরিক এবং সে দেশে বসবাসরতদের কাছ থেকে সব মিলিয়ে ৫ লাখ ৪০ হাজার আবেদন জমা পড়েছিল। তাদের মধ্য থেকে ৬০ হাজার ব্যক্তিকে নির্বাচন করা হয়েছে।
এবং নির্বাচিত হাজিরা দুপুর ১টা থেকে বুকিং এবং পছন্দের প্যাকেজ নির্ধারণ করতে পারবেন।
করোনা পরিস্থিতির কারণে সৌদি আরবে চলতি বছর ৬০ হাজার জনকে হজের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছিল I