বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। ইতোমধ্যে সারা বিশ্বে নিজের নামটি অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। অথচ তার বয়স মাত্র ২২ বছর।
কিলিয়ান এমবাপ্পে বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এটা মানতে আপত্তি নেই সাবেক পিএসজি তারকা জেরম রোথেনের। তবে এমবাপ্পের ইগো অনেক বেশি বলে মন্তব্য করেছেন তিনি।
এমবাপ্পের ইগো তার মাঠের পারফর্মেন্সে প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেছেন রোথেন।
তিনি বলেন, এমবাপ্পের মাঠের নেতা হওয়ার জন্য কোন সমস্যা নেই। কিন্তু তার ইগো আমাকে বিরক্ত করে।”