ল্যাতিন আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকার এবারের আসরের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন নেইমার। এখনো পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েছেন তিনি।
নেইমার চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ দুটি গোল করেছেন। দুটি করে গোল করেছেন রোমেরো, প্রিয়েসিদো, বারগাস। এছাড়া সবচেয়ে বেশি দুটি অ্যাসিস্ট নেইমারের।
নেইমার কেবল গোল বা অ্যাসিস্টেই এগিয়ে আছে এমনটা নয়। টুর্নামেন্টে সবচেয়ে কার্যকর প্লেয়ার ছিলেন তিনিই।