ল্যাতিন আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকার এবারের আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। একটা করে ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়েছে তাদের কোয়ার্টার ফাইনাল।
গ্রুপ এ’তে আর্জেন্টিনা তিন ম্যাচে সাত পয়েন্ট অর্জন করেছে। তারা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। দুই নম্বরে আছে প্যারাগুয়ে। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে আছে চিলি। উরুগুয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আছে চারে।
আর্জেন্টিনা যদি তাদের শেষ ম্যাচে বলিভিয়ার সঙ্গে জিতে তাহলে তারা শীর্ষেই থাকবে। যদি আর্জেন্টিনা হারে এবং প্যারাগুয়ে তাদের ম্যাচেও হারে তাহলেও শীর্ষে থাকবে আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনা জয় ছাড়া অন্য কোন ফলাফল হলে এবং প্যারাগুয়ে জিতলে আর্জেন্টিনা হবে দ্বিতীয়।
অন্যদিকে ব্রাজিল তাদের গ্রুপে আছে শীর্ষে। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার সংগ্রহ ৪ পয়েন্ট। তাহলে বুঝাই যাচ্ছে যে ব্রাজিল তাদের গ্রুপে শীর্ষেই থাকছে।
তাহলে কোপা আমেরিকায় কখন মুখোমুখি হতে পারে এই দুই দলের? জানুন বিস্তারিত