লকডাউনের তৃতীয় দিন শনিবার চিতলমারী উপজেলা সদরের বাজারের সাপ্তাহিক হাটেরদিন ছিল। দুপুর ৩টার মধ্যে প্রশাসন সদরের বিভিন্ন পয়েন্টের লোকজনকে সরিয়ে দোকানপাট বন্ধ করে দেন।
এ সময় সরকারী আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ টি মামলায় ২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, ‘করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসকের জারী করা লকডাউন চলছে। তা বাস্তবায়ন করতে আমরা কঠোর অবস্থানে মাঠে রয়েছি।