শেফালী আক্তার রাখি: বাগেরহাটের মোরেলগঞ্জে করোনা সংক্রমনের হার আগের তুলনায় আরো বৃদ্ধি পাচ্ছে। আজ ২৬ জুন শনিবার মোরেলগঞ্জ হাসপাতালে ৩২ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের পজেটিভ হয়েছে। আজকের হিসেবে সংক্রমনের হার ৪৭%। এ নিয়ে চলতি জুন মাসের ২৬ দিনে ১২৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে এবং মৃত্যুবরন করেছেন ৩ জন।
এ সম্পর্কে উপজেলা পঃ পঃ ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি বলেন, মোরেলগঞ্জের করোনা পরিস্থিত এখন ভয়াবহ। যে যেখানে আছে তাকে সেখানেই থামিয়ে দেওয়া উচিৎ। এ বিষয়ে থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, সরকারি সকল নির্দেশনা পুলিশ বাস্তবায়ন করছে।সোমবার থেকে আরও কঠোর হবে আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনী