ল্যাতিন আমেরিকার সেরা টুর্নামেন্ট কোপা আমেরিকার এবারের আসরে এখনো পর্যন্ত একটি ম্যাচও খেলা হয়নি ভিনিসিয়াস জুনিয়রের। তবে কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচেই সুযোগ চলে আসতে পারে তার।
ব্রাজিল ভক্তদের অনেক দিনের চাওয়া হচ্ছে নেইমার এবং ভিনিসিয়াসকে একসঙ্গে একাদশে রাখা যাতে বুঝা যায় তাদের মধ্যে বোঝাপোড়া কেমন হয়। ভিনিসিয়াসেরও স্বপ্ন ছিল নেইমারের সঙ্গে খেলা।
অবশেষে যেন সবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে একাদশে থাকতে যাচ্ছে ভিনিসিয়াস ও নেইমার।
গ্লোবো যে একাদশ প্রকাশ করেছে সেখানে আক্রমন ভাগে ভিনিসিয়াস, রিচার্লিশন ও গ্যাবিগোলের সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবেন নেইমার। সঙ্গে থাকবেন ফ্যাবিনহো এবং ডগলাস লুইজ।
ডিফেন্সে দেখা যাবে লোদি, সিলভা, মার্কুইনহোস, দানিলোকে। আর গোলপোস্টে ফিরবেন অ্যালিসন।