আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য গত বুধবার (২৩ জুন) তিন ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে টি-টোয়েন্টি ফরম্যাট অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন ওয়ানডে স্কোয়াডেও। তখন তাকে রাখা হয়নি টেস্ট দলে।
তবে এখন হুট করেই বদলে গেল সিদ্ধান্ত। শনিবার (২৬) দুপুরের পর দেয়া এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। যার ফলে এখন টেস্ট স্কোয়াড দাঁড়াল ১৮ জনের।
প্রায় ১৬ মাস পর টেস্ট দলে ফিরলেন এ অভিজ্ঞ অলরাউন্ডার। তবে ঠিক কী কারণে বা কোন পারফরম্যান্সের ভিত্তিতে টেস্ট দলে ফিরলেন তিনি, তা ব্যাখ্যা করেনি বিসিবি।