উয়েফা ইউরোর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ডেনমার্কের কাছে বিশাল ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ওয়ালেশ। ম্যাচে ওয়ালেশ ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে দ্বিতীয় রাউন্ড থেকে।
ভাগ্যের কল্যানে গ্রুপে দ্বিতীয় হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠা ডেনমার্ক এই ম্যাচে ভয়ানক রুপ ধারণ করে। বড় জয়ে দুটি গোল করেন কেসপার ডোলবার্গ।
ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে দেয়া গোলটি তার। এরপর ৪৮ মিনিটে দলের দ্বিতীয় গোলটিও তিনিই করেন। ৮৮ মিনিটে দলের জয় নিশ্চিত করা তৃতীয় গোলটি করেন জোয়াকিম মায়েহল। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে ব্র্যাথওয়েট গোল করে ডেনমার্কের বড় জয় নিশ্চিত করেন।