আন্তর্জাতিক ডেস্ক- করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১ লা জুন থেকে পুরো মালয়েশিয়া জুড়ে কঠোর লকডাউন চলছে। ফলে কর্মহীন হয়ে মানবতার জীবন-যাপন করছে অসংখ্য প্রবাসী।
বাংলাদেশের অর্থনৈতিক সেক্টর সচল রাখা এ সকল প্রবাসীদের দুর্দিনে সরকার সহ বিত্ত্ববানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ ২৭শে জুন’২১ (রবিবার) ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলাম ও সেক্রেটারী মাওলানা গাজী আবু হোরায়রা এক যৌথ বিবৃতিতে এ আহবান ব্যক্ত করেন।
মুফতি আমিরুল ইসলাম মালয়েশিয়াস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সকল দায়িত্বশীলদেরকে প্রবাসীদের এই দূর্দিনে সাধ্যমতো সহযোগিতা করার নির্দেশ দিয়ে বলেন, অসহায় মানুষের সহযোগিতা করা ইসলামের এক অনন্য নিদর্শন। মানুষের অবস্থা যেকোন সময় পরিবর্তন হতে পারে, সুতরাং আজ যারা স্বাবলম্বী আছেন, তারা যদি অসহায়দের পাশে দাঁড়ান তবে আখেরাতে আল্লাহ এর উত্তম প্রতিদান দিবেন। তাই আমরা আর কাল বিলম্ব না করে সকলে নিজ নিজ জায়গা থেকে সাধ্যমতো অসহায় ভাই ও বন্ধুদের পাশে দাঁড়াই।