জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডে অবিশ্বাস্য ছন্দে ছিলেন ইংলিশ তারকা জ্যাডন সাঞ্চো। দারুণ পারফর্মেন্সের কারণেই তিনি ডাক পেয়েছেন ইংল্যান্ডের ইউরো দলে। কিন্তু জাতীয় দলে তাকে ঠিকমত ব্যবহারই করছেনা ইংল্যান্ড কোচ।
সাঞ্চোকে ইংল্যান্ড কোচ ব্রাত্য রেখেছেন তার পরিকল্পনা থেকে। এতে অনেকেই অবাক। অবাক হয়েছেন বুরুশিয়া ডর্টমুন্ডেরই আরেক তারকা কিংসম্যান।
তিনি বলেন, “ওয়েম্বলিতে সাঞ্চোকেই ভয় পেতে পারে জার্মানী যদি সে খেলে। তারা জানে, সাঞ্চো কতটা ভালো।
“সাঞ্চো ভয়হীন, খুবই দ্রুত এবং তার বিশেষ প্রতিভা রয়েছে। আমি তার খেলা দেখতে পছন্দ করি। কারণ, যখন সে বল পায় তখন সে ভক্তদের উত্তেজিত করে।”