উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম বনাম পর্তুগাল। ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বেলজিয়াম।
তবে এই ম্যাচে বেলজিয়ামকে ভাগ্যবানই বলতে হবে। কেননা ক্রিশ্চিয়ানো রোনালদোরা একের পর এক আক্রমন করে গেলেও কাঙ্খিত গোলটি তারা পায়নি।
২০টির অধিক শটই বেলজিয়ামের পোস্টে নিয়েছিল পর্তুগীজরা। কিন্তু একটি শটও বেলজিয়ামের গোল পোস্টের ভেতরে নিতে পারেনি রোনালদো।
ম্যাচ শেষে তাই কর্তোয়াকে ভাগ্যবান বলেছেন রোনালদো। ম্যাচের পর তিনি বলেন, “তুমি খুবই ভাগ্যবান ছিলে। বল ভেতরে যেতেই চায়নি। শুভ কামনা তোমার জন্য।”