কোপা আমেরিকায় নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় বঞ্চিত হয়েছে ব্রাজিল। ম্যাচে ১-১ গোলে ড্র করেছে তারা।
তবে এই ম্যাচে ড্র করলেও ব্রাজিলের খেলাতেও ছিল না প্রান। ব্রাজিলিয়ানের খেলায় যে ছন্দ, যে আক্রমনের পসরা তার কিছুই ছিল না এই ম্যাচে।
কিন্তু তারপরও ল্যাতিনের এই দলটিই এবারের কোপা আমেরিকা জিতবে বলে মন্তব্য করেছেন ইকুয়েডর কোচ। ম্যাচের পর ব্রাজিল কোচের সঙ্গে কথা বলেন তিনি। তখনই বলেন এসব কথা।
ইকুয়েডর কোচ বলেন, “লড়াই অব্যাহত রাখো। কারণ, এই কোপা তোমার। এবং তুমি শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নও হবে। আমার কথা মনে রেখো, তুমি এটার যোগ্য। আমি তোমাকে বলছি, দয়া করে এটা করো।”