ব্রাজিল এবং আর্জেন্টিনা, ল্যাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল এখন ব্যস্ত সময় পার করছে কোপা আমেরিকায়। আর এবারের আসরেই দুটি দলই নিজেদের এক হাজার তম আফিশিয়াল ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছে।
আর্জেন্টিনা গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে যখন উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল তখনই তারা নিজেদের একহাজার তম অফিশিয়াল ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করে।
অন্যদিকে ব্রাজিল আজকে নিজেদের এক হাজার তম অফিশিয়াল ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছে। ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচটি ছিল ব্রাজিলের হাজারতম ম্যাচ।
এক হাজার ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনার জয়, পরাজয় ও অর্জনের পরিসংখ্যান দেখুন-