কোপা আমেরিকার এবারের আসরের নিজেদের শেষ ম্যাচে ড্র করেছে ব্রাজিল। গত রাতে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ১-১ গোলে ড্র করেছে ইকুয়েডরের বিপক্ষে।
গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করেছিল ব্রাজিল। তাই শেষ ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনেন ব্রাজিল কোচ টিটে। এমারসন, ডগলাস লুইজ, পাকুয়েতা, ফিরমিনো, এভারটনরা আসেন একাদশে। সিলভা, ক্যাসমিরো, নেইমার, জেসুস, রিচার্লিশসনরা বিশ্রামে থাকেন।
এই ম্যাচের ৩৭ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন ডিফেন্ডার এডার মিলিটাও। বিরতি পর্যন্ত এই লিড ধরে রাখে তারা। তবে বিরতির পর ৫৩ মিনিটে অ্যাঞ্জেল মিনা গোল করে ইকুয়েডরকে সমতায় ফেরান।
শেষ পর্যন্ত ম্যাচে আর কোন দল গোল করতে না পারলে ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। এই ম্যাচটি ছিল ব্রাজিলের হাজারতম ম্যাচ। মাইলফলকের ম্যাচে আর জয় পাওয়া হল না তাদের।