ল্যাতিন আমেরিকার সবচেয়ে বড় ফুটবল আসর কোপা আমেরিকার গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। গ্রুপ পর্বের লড়াই শেষে আটটি দল নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা এ গ্রুপের দলগুলো হচ্ছে-
১. আর্জেন্টিনা
২. উরুগুয়ে
৩. প্যারাগুয়ে
৪. চিলি
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা বি গ্রুপের দলগুলো হচ্ছে-
১. ব্রাজিল
২. পেরু
৩. কলম্বিয়া
৪. ইকুয়েডর
কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে-
১. প্যারাগুয়ে বনাম পেরু- ২ জুলাই রাত ৩টা।
২. ব্রাজিল বনাম চিলি- ৩ জুলাই সকাল ৬টা।
৩. উরুগুয়ে বনাম কলম্বিয়া- ৪ জুলাই ভোর ৪টা।
৪. আর্জেন্টিনা বনাম ইকুয়েডর- ৪ জুলাই সকাল ৭টা।