ল্যাতিন আমেরিকার সবচেয়ে বড় আসর কোপা আমেরিকার এবারের আসরের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। এখন শুরু হবে জমজমাট নকআউট পর্ব।
নকআউট পর্বে কে কার মুখোমুখি হবে সেটা ইতোমধ্যে জানা গেছে। সেখানে ল্যাতিন জায়ান্ট ব্রাজিলের মুখোমুখি হবে চিলি এবং আরেক জায়ান্ট আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর।
গ্রুপ পর্বের লড়াইয়ে সবচেয়ে বেশি তিনটি গোল করেছেন লিওনেল মেসি। শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে জোড়া গোলের মাধ্যমে সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসেন এই তারকা।
আর্জেন্টিনারই আরেক তারকা পাপ্পু গোমেজ দুটি গোল করে আছেন তালিকার দুই নম্বরে। এছাড়া নেইমার, কাভানি, কারিল্লো, রোমেরো, প্রেসিডো, বারগাস, সাভেদ্রা দুটি করে গোল করেছেন।